ছুটির দিনের এই যাত্রা শুরু হবে বিকাল থেকে।
Published : 19 Sep 2024, 04:52 PM
এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।
তিনি বলেছেন, সহিংসতায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন মেরামত শেষে খুলছে শুক্রবারই, আর এই মেরামতে খরচ হয়েছে সাড়ে ২০ লাখ টাকার মত।
বৃহস্পতিবার দুপুরে মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব তথ্য জানান।
এমডি আব্দুর রউফ বলেন, “দীর্ঘ দিন ধরে শুক্রবার মেট্রোরেল চালু করার জন্য জনমনে একটা আকাঙ্ক্ষা ছিল, শুক্রবার বিকাল থেকে মেট্রোরেল চলবে। আর কাজীপাড়া স্টেশনটিও শুক্রবার থেকেই চালু হবে।"
তিনি বলেন, "কাজীপাড়া স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। তবে শুধুমাত্র মানুষের কথা ভেবে দ্রুত এটা চালু করা হচ্ছে। এখানে এখনো অনেক সরঞ্জাম লাগবে, যা আস্তে আস্তে ঠিক করা হবে। তখন খরচ বাড়তে পারে।"
তবে ছুটির দিনে মেট্রোরেল চলবে ভিন্ন সূচিতে।
রউফ জানান, শুক্রবার করে বিকাল সাড়ে ৩টায় উত্তরা উত্তর স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হবে। সেখান থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। আর মতিঝিল থেকে যাত্রা শুরু হবে ৩টা ৪০ মিনিটে, সেখান থেকে সবশেষ রাত ৯টা ৪০ মিনিটে এই ট্রেনে চড়া যাবে।
শুক্রবার মোট ৬০টি ট্রিপ পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, “এখানে একটি ট্রিপ থেকে আরেকটির মধ্যকার হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১২ মিনিট থাকবে, যেটা অন্যান্য দিনে পিক আওয়ারে ৮ মিনিট পরপর এবং অফ পিক আওয়ারে ১০ মিনিট পরপর চলছে।”
ডিএমটিসিএল এমডি রউফ বলেন, “সবশেষ মেট্রোরেল চালু হওয়ার পর দুটি শুক্রবার ছাড়া মোট ১৮ দিনে যাত্রী পরিবহন হয়েছে ৪ কোটি ৪৯ লাখ আর আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ টাকা।”
অন্যান্য দিনের সূচি আগের মতোই থাকবে জানিয়ে তিনি বলেন, “সপ্তাহের অন্যান্য দিন আগের মত উত্তরা উত্তর থেকে ৭.১০ মিনিটে ছাড়বে এবং শেষ ট্রেনটি ৯টায় ছাড়বে। সেখানে ১০-৮-১০ মিনিট পর পর ছাড়বে।
“আর মতিঝিল থেকে ৭.৩০ মিনিটে যাত্রা শুরু হবে এবং শেষ টেনটি ৯.৪০ মিনিটে ছাড়বে।"
সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ স্টেশনটি কবে নাগাদ খুলে দেওয়া হবে, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা দ্রুত খুলে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। যত দ্রুত সম্ভব চালু করব।"
মেট্রেরেল যে শুক্রবারও চলবে তা জানানো হয়েছিল চলতি মাসের শুরুতে।
ওই সময়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা এম এন ছিদ্দিক বলেছিলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়ে কাজ শুরু হয়েছে।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছিলেন, স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্যান্য যেসব কর্মীরা কাজ করবেন তাদের ডিউটি রোস্টার তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। এবং সকালের দিকে যাত্রী স্বপ্লতার কথা বিবেচনায় দুপুর থেকে ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছিল ডিএমটিসিএল সিদ্ধান্ত নেয়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। এরপর ধাপে ধাপে এমআরটি-৬ লাইনের, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনের সবগুলোই খুলে দেওয়া হয়।
বর্তমানে পিক আওয়ারে প্রতি আট মিনিট পর পর ছাড়ছে মেট্রোরেল। শুরুতে মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার করা হলেও পরে দিনটি পরিবর্তন করে শুক্রবার নির্ধারণ করে কর্তৃপক্ষ।
এদিকে কদিন আগে নতুন ব্যবস্থাপনা পরিচাল আবদুর রউফ শিগগিরই কাজীপাড়া স্টেশন চালুর আভাস দিয়েছিলেন।
সে সময় তিনি বলেন, “কাজীপাড়া স্টেশনটি স্থানীয়ভাবে পাওয়া যন্ত্রপাতি, সরঞ্জাম ও উপকরণ দিয়ে মেরামত করা হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে দ্রুত যাত্রীদের স্বস্তি দেওয়া।”
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১৮ জুলাই বিকালে বন্ধ হয়ে যায় মেট্রোরেল। পরদিন মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলা চালানো হয় পল্লবী ও ১১ নম্বর স্টেশনে।
এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর ২৫ অগাস্ট মেট্রোরেল চালু করা হলেও এতদিন ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি চালু করা যায়নি। এবার দুটির প্রথমে যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে কাজীপাড়া।
অবশেষে মেট্রোরেল চালু, স্বস্তি যাত্রীদের
শুক্রবারেও মেট্রোরেল চালানোর প্রস্তুতি
ছিদ্দিক বাদ, ডিএমটিসিএলের নতুন এমডি রউফ
মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালু শিগগির -
মেট্রোরেল বন্ধ: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন