Published : 23 Feb 2025, 10:15 PM
আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে আসতে পারেন বলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন সংস্থাটির মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ।
সফরকালে জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করবেন বলে তুলে ধরেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ এই দূত।
প্রধান উপদেষ্টার প্রেস অফিসের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জুলি বিশপ। সেখানে জাতিসংঘ মহাসচিবের আগামী মাসে বাংলাদেশ সফর আসতে পারার বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে তারা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন।
এ সংকট সমাধানের নতুন উপায় খোঁজার পাশাপাশি কক্সবাজারের ক্যাম্পগুলোতে বসবাসরত ১০ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার জন্য নতুন দাতাদের সংগঠিত করার বিষয়েও তাদের আলাপের কথা বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
ইউনূস বলেন, জাতিসংঘ এ বছরের শেষের দিকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে। তিনি অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপকে গুরুত্বপূর্ণ এ সম্মেলনে কেন্দ্রীয় ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, "(সম্মেলনে) আপনার ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
সম্মেলনে মালয়েশিয়া ও ফিনল্যান্ডের সহ-পরিচালকের ভূমিকা পালন করতে সম্মতি দেওয়ার বিষয়টি জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপকে অবহিত করেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিরসনে রাখাইন রাজ্যের মানবিক সংকটের সমাধান এবং মিয়ানমারের পশ্চিমাঞ্চল থেকে নতুন শরণার্থীর অনুপ্রবেশ রোধে জাতিসংঘের বিশেষ দূতের সহায়তা চেয়েছেন।
সাক্ষাৎকালে তারা মার্কিন পররাষ্ট্রনীতির নতুন দিকনির্দেশনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও বেশি অর্থ সহায়তা সংগ্রহের বিষয়েও আলোচনা করেন।
জুলি বিশপ বলেন, জাতিসংঘের রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনকে সফল করতে হবে। কারণ এটি দীর্ঘদিন ধরে চলমান সংকটের টেকসই সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।