আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পাশাপাশি র্যাবের টহলও জোরদার করা হয়েছে।
Published : 16 Nov 2023, 10:15 AM
জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির চলমান অবরোধ কর্মসূচির মধ্যে সহিংসতা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে বিজিবির টহল বাড়ানো হয়েছে।
নির্বাচনের তফসিল ঘোষণার দিন বুধবার সারা দেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হলেও বৃহস্পতিবার মোতায়েন করা হয়েছে ২২৯ প্লাটুন বিজিবি।
এর মধ্যে পোশাক কারখানা, ঢাকা ও আশেপাশের জেলায় টহল দিচ্ছে ৩২ প্লাটুন বিজিবি। সাধারণত প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য থাকেন।
বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বৃহস্পতিবার সকালে এক বার্তায় বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে ২২৯ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই (প্রস্তুত) রয়েছে।”
সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর অবরোধের মধ্যেই বুধবার দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচন ঘিরে গত ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক দলগুলোর সমাবেশ থেকেই উত্তপ্ত রাজপথ।
ওই সময় থেকে বিএনপির টানা অবরোধের কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেছে সমমনা দলগুলোও। কর্মসূচি চলাকালে ঢাকা দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পাশাপাশি সারা দেশে টহল দিচ্ছে র্যাবের ৪৬০টি দল। এর মধ্যে ঢাকায় টহল দিচ্ছে ১৬০টি দল।