গ্রেপ্তার আরিফুল কথিত খিলাফত প্রতিষ্ঠার প্রস্তুতি গ্রহণ করে আসছিলেন।
Published : 21 Dec 2023, 06:25 PM
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট-এটিইউ।
১৯ বছর বয়সী আরিফুল ইসলামকে বুধবার রাতে রংপুরের বদরগঞ্জে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এটিইউ জানিয়েছে, আরিফুল জয়পুরহাটের পাঁচবিবির মোহাব্বতপুর কামিল মাদরাসার ছাত্র। এর আগে গ্রেপ্তার মুজাহিদুল ইসলামের হাত ধরে আরিফুল জঙ্গি সংগঠনটিতে যোগ দেয়।
“আরিফুল ইসলাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর প্রধান জসীম উদ্দীন রাহমানির উগ্রবাদী বক্তব্য, অডিও-ভিডিও লাইক, শেয়ার ও বিভিন্নভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালাত।"
বিজ্ঞপ্তিতে বলা হয়, আরিফুল ও তার সহযোগীরা ‘সাইবার স্পেস' ব্যবহার করে নাশকতার পরিকল্পনা, প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তারা গণতান্ত্রিক ব্যবস্থা উৎখাত করে কথিত খিলাফত প্রতিষ্ঠার প্রস্তুতি গ্রহণ করে আসছিল।
আরিফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।