সোমবার দেশে আসছে ডেপুটি স্পিকারের মরদেহ

ডেপুটি স্পিকারের প্রথম জানাজা সকাল সাড়ে ১০টায় জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2022, 01:42 PM
Updated : 23 July 2022, 01:42 PM

জাতীয় সংদের ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়ার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে আসছে সোমবার।

ওইদিন সকাল পৌনে ৯টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ পৌঁছাবে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

ডেপুটি স্পিকারের প্রথম জানাজা সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় ঈদগাহ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শ্রদ্ধার জন্য রাখা হবে ফজলে রাব্বীর মরদেহ।

পরে দুপুরে হেলিকপ্টারে করে ফজলে রাব্বী মিয়ার দেহ গাইবান্ধার সাঘাটায় নেওয়া হবে। সাঘাটার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার মহদেহ নিয়ে যাওয়া হবে গটিয়া গ্রামে। সেখানে আারেকটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

গাইবান্ধা-৫ আসন থেকে সাতবারের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া শুক্রবার বেলা ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে মারা যান। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

পেশায় আইনজীবী ফজলে রাব্বী মিয়ার জন্ম ১৯৪৬ সালে গাইবান্ধার সাঘাটা উপজেলার গাটিয়া গ্রামে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।