"গণহত্যায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পৃক্ততা আন্তর্জাতিকভাবেও প্রমাণিত। তাই নেতাকর্মীদের বিচার ও দলটি নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না।"
Published : 14 Feb 2025, 08:11 PM
রাজনৈতিক স্বার্থে একটি ‘গোষ্ঠী ও দল’ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।
শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি বলেন, "একদিকে অনেক শহীদ পরিবারের স্বজনরা প্রিয়জনের মরদেহ খুঁজে পাচ্ছে না; আরেকদিকে একটি গোষ্ঠী ও দল রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা শুরু করেছে।
"গণহত্যায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পৃক্ততা আন্তর্জাতিকভাবেও প্রমাণিত। তাই নেতাকর্মীদের বিচার ও দলটি নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না।"
এর আগে শহীদ মিনারে জানাজা হয় জুলাই গণঅভ্যুত্থানে নিহত মোহাম্মদ হাসানের।
জানাজায় তার বাবা মনির হোসেন বলেন, "আমার ছেলে রাজধানীর যাত্রাবাড়ীতে থাকত। ৫ অগাস্ট থেকে সে নিখোঁজ ছিল। ভোলা থেকে ঢাকায় এসে আমরা তাকে সবদিকে খুঁজেছি।
“৫ মাস ১২ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহ দেখে আমার ছেলে বলে অনুমান করি। আরও এক মাস পর ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হই সেটি আমার ছেলেরই লাশ।”
তিনি বলেন, "এতদিনে কেউ আমাকে কোনো সাহায্য করেনি। আমি হত্যাকারীদের প্রত্যেকের বিচার চাই। আমার ছেলের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই।