রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে সে।
Published : 14 May 2024, 12:03 AM
ঢাকার গুলবাগে ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে, এক দিন আগে যার এসএসসি পাসের খবর এসেছিল।
কিশোরের নাম সিফাত। সোমবার রাত ৮টার দিকে গুলবাগে রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে সে।
আহত সিফাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান কাওছার নামে এক পথচারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে সিফাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ছেলেটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাচ্চু মিয়া জানতে পেরেছেন, শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার কৃষ্ণনগর গ্রামের আবুল হোসেনের ছেলে সিফাত। যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ছাত্র ছিল সে। রোববার প্রকাশিত এসএসসির ফলে সে উত্তীর্ণ হয়।
যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজীরবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকত সিফাত। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল বড়।