বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
Published : 13 Sep 2024, 09:44 AM
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
এছাড়া আশুলিয়ায় ‘লাশ পোড়ানোর’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক পুলিশ কর্মকর্তা এবং সহিংসতার ভিন্ন ঘটনায় ঢাকার যাত্রাবাড়ী থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
গত ৪ অগাস্ট ঝিনাইদহ সদর এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এজহারভুক্ত আসামি ঝিনাইদহ-১ আসনের সাবেক সাংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ এর একটি দল বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার সকালে আরেক বার্তায় র্যাব-৩ জানায়, গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে 'লাশ পোড়ানো'র ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেপ্তার করা হয়।
তবে কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি র্যাব।
র্যাব-৩ এর আলাদা বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগে লিটন আকন্দ নামের একজনকে তার দুই জন সহযোগীসহ যাত্রাবাড়ী থেকে রাত ২টার দিকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডার উদ্ধারের দাবিও করা হয় বার্তায়।