গত ৫ অগাস্ট সন্ধ্যায় পরিবারের জন্য খাবার কিনতে বেরিয়ে পুলিশের গুলিতে নিহত হন শাহাবুদ্দিন।
Published : 15 Aug 2024, 04:08 PM
আওয়ামী লীগ সরকারের পতনের দিন পুলিশ গুলিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
ঢাকার আগারগাঁওয়ে গুলিতে নিহত শাহাবুদ্দিনের (৩৫) বাবা মো. আবুল কালাম বৃহস্পতিবার ঢাকার হাকিম আদালতে এ মামলার আবেদন করেন।
তার জবানবন্দি শুনে মহানগর হাকিম ফারাহা দিবা ছন্দা মামলার আর্জি এজাহার হিসাবে গণ্য করতে শেরেবাংলা নগর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
শেখ হাসিনার পাশাপাশি আরো দশজনের নাম রয়েছে এ মামলার আসমির তালিকায়। তারা হলেন– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহামুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. এ আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
এছাড়া আওয়ামী লীগের আরো অজ্ঞাতনামা নেতাকর্মী ও পুলিশ সদস্যদের এ মামায় আসামি করা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়, গত ৫ অগাস্ট সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহাবুদ্দিন পরিবারের জন্য খাবার কিনতে বাসা থেকে বরে হন। পশ্চিম আগারগাঁও চৌরাস্তায় ওঠার সময় পুলিশের ছোড়া গুলি তার মাথায় লাগে। আশপাশের লোকজন তাকে ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রবল গণআন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া পঞ্চম মামলা এটি। এর আগে গত তিন দিনে চারটি মামলা হয়, যার মধ্যে তিনটি হত্যা মামলা, অন্যটি দায়ের হয়েছে অপহরণ ও নির্যাতনের অভিযোগে।