রায়কে ‘ফরমায়েশি রায়’ উল্লেখ করে তা বাতিলের দাবিও জানান আইনজীবীরা।
Published : 03 Aug 2023, 03:58 PM
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন তারা।
রায়কে ‘ফরমায়েশি রায়’ উল্লেখ করে তা বাতিলের দাবিও জানান আইনজীবীরা।
এছাড়া তারেক-জোবায়দার বিরুদ্ধে চলমান সব মামলা মিথ্যা দাবি করে সেসব প্রত্যাহারের দাবিও জানান তারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান।
বুধবার এ রায়ে তারেক ও জোবায়দাকে জরিমানাও করা হয়েছে। পাশাপাশি তাদের অপ্রদর্শিত পৌনে তিন কোটি টাকা বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন বিচারক।