বুধবার রাতে ঢাকার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে সাকিব নামের এই আসামিকে গ্রেপ্তার করা হয়।
Published : 13 Feb 2025, 07:37 PM
পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে মতিঝিলে পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আরো একজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) মো. শাহাদাৎ ফরাজী সাকিব নামের এজাহারভুক্ত এই আসামিকে গ্রেপ্তারের তথ্য দিয়ে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাতে ঢাকার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে গ্রেপ্তারের করা হয়।
এ নিয়ে হামলার ঘটনায় মতিঝিল থানায় করা এই মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করল ডিবি ও মতিঝিল থানা পুলিশ।
নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দযুক্ত একটি চিত্রকর্ম স্থান পেয়েছিল। সেখানে একটি গাছের পাঁচটি পাতায় লেখা ছিল মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও আদিবাসী; পাশে লেখা ছিল ‘পাতা ছেঁড়া নিষেধ’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ ব্যানারে গত ১২ জানুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়।
এর প্রতিবাদে ১৫ জানুয়ারি সকালে পাঠ্যপুস্তক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা’ নামে আদিবাসী শিক্ষার্থীদের একটি সংগঠন। পরে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ও একইসময়ে পাঠ্যপুস্তক ভবন ঘেরাও করার ঘোষণা দেয়।
সেদিন চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ওই চিত্রকর্ম বাদ দেওয়ার পক্ষে অবস্থান নেওয়া অন্যপক্ষ।
সে ঘটনায় সাংবাদিক, নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
এই ঘটনার একদিন পরে পাহাড়ি ছাত্র পরিষদ মতিঝিল থানায় একটি মামলা করে।
মামলায় এজাহারনামীয় ১৬ জনসহ অজ্ঞাতনামা আরো ২০০-৩০০ জনকে আসামি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলার আসামিদের তালিকায় গ্রেপ্তার শাহাদাৎ ফরাজী সাকিবের নাম ৬ নম্বরে রয়েছে।
হামলায় জড়িত অভিযোগে ১৫ জানুয়ারি রাতে এজাহারনামীয় আসামি আরিফ আল খবির (৩৮) ও মোঃ আব্বাসকে (২৪), ২৯ জানুয়ারি মো. হাবিবুর রহমান নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।