এ ঘটনায় ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এর চেয়ে বেশি ‘অনাকাঙ্খিত এবং বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা অমূলক নয়’, মনে করছে রাওয়া।
Published : 30 Oct 2024, 09:56 PM
রাজধানীর গুলশানে বাকবিতণ্ডার জের ধরে সেনাবাহিনীর এক কর্মকর্তাকে থানায় নিয়ে ‘হেনস্থা’ করার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যদের ‘দৃষ্টান্তমূলক‘ শাস্তি দাবি করেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, এ ঘটনায় ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এর চেয়ে বেশি ‘অনাকাঙ্খিত এবং বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা অমূলক নয়’।
রাওয়ার মহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. শাফিউল আজম সংগঠনের পক্ষে এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।
সোমবার গুলশান এলাকায় সেনাবাহিনীর মেজর পদমর্যাদার ওই কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান গুলশান থানার এসি সোহেল রানা ও কয়েকজন পুলিশ সদস্য। এরপর ওই মেজরকে থানায় নিয়ে যায় পুলিশ, পরে সেনা সদস্যরা গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। এই বাকবিতণ্ডার কয়েকটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়েছে।
এরপর মঙ্গলবার রাতে এসি সোহেল রানাকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ আসে।
বুধবার এসি সোহেলসহ ওই সেনা কর্মকর্তাকে ’হেনস্তার‘ সঙ্গে যুক্ত সব পুলিশ সদস্যদের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ চাইল অবসরে যাওয়া সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া।
সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ”গত ২৮ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে গুলশান-২ গোলচত্বরের কাছে সেনাবাহিনীর কর্মরত জনৈক কর্মকর্তা এবং তার পরিবার গুলশান জোনের এসি সোহেল রানার নেতৃত্বে পরিচালিত পুলিশের টহল দলের হাতে মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হন। এরই ধারাবাহিকতায় প্রচলিত আইনের দোহাই দিয়ে ওই সেনা কর্মকর্তা এবং তার পরিবারকে গুলশান থানায় যেতে বাধ্য করা হয়।
“ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-জনতার পাশাপাশি দেশের গর্বিত সেনাবাহিনী নিরলস পরিশ্রম করে চলেছে। এছাড়াও দেশপ্রেমিক সেনাবাহিনী ভেঙে পড়া আইনশৃংখলা পরিস্থিতি সহনীয়করণের পাশাপাশি বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর পুলিশবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। দেশের এমন এক ক্রান্তিলগ্নে সেনাবাহিনীর কর্মরত কর্মকর্তা এবং তার পরিবারের ওপর পুলিশের এই জঘন্য এবং বর্বর আচরণ এক গভীর ষড়যন্ত্রের অংশ, যা ছাত্র-জনতার বিগত অর্জনকে নস্যাৎ করার অভিপ্রায়ে সুকৌশলে পরিচালিত হচ্ছে।”