তেজগাঁও শিল্প এলাকায় মিডিয়া পল্লিতে চ্যানেল আই, বাংলাভিশন, যায়যায়দিনসহ কয়েকটি সংবাদমাধ্যমের নামে প্লট রয়েছে।
Published : 24 Oct 2024, 05:01 PM
তেজগাঁও শিল্প এলাকায় মিডিয়া পল্লির ২৪টি প্লট বরাদ্দের সিদ্ধান্ত শর্ত সাপেক্ষে বহাল রেখেছে হাই কোর্ট।
বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়।
প্লট মালিকদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
পরে রাগিব রউফ চৌধুরী সাংবাদিকদের বলেন, তেজগাঁও শিল্প এলাকায় মিডিয়া পল্লিতে চ্যানেল আই, বাংলাভিশন, যায়যায়দিনসহ কয়েকটি সংবাদমাধ্যমের নামে প্লট রয়েছে।
“২০১১ সালে হাই কোর্টের একটি বেঞ্চ মিডিয়া পল্লিতে প্লট বরাদ্দের বৈধতা প্রশ্নে রুল জারি করেন। সেই রুলের চূড়ান্ত শুনানি হয়ে আজ হাই কোর্ট রায় দিয়েছেন। প্লট বরাদ্দ দেওয়ার সময় যেসব শর্ত দেওয়া ছিল, রায়ে সেসব শর্ত মানা সাপেক্ষে বরাদ্দ বহাল রাখার সিদ্ধান্ত দেওয়া হয়।”
রাগিব চৌধুরী বলেন, বিএনপি সরকারের সময় বরাদ্দ করা এই প্লটগুলো সম্পর্কে একটি সংবাদমাধ্যম ‘উদ্দ্যেমূলক’ সংবাদ প্রকাশ করলে হাই কোর্ট সুয়োমটো রুল জারি করে কেন বরাদ্দ বাতিল হবে না জানতে চেয়েছিল। এরপর নানা সময়ে বিভিন্ন বেঞ্চে শুনানি হয়েছে। সর্বশেষ এই বেঞ্চে শুনানি হয় এবং এখান থেকে রায় দেওয়া হল।