ব্র্যাক ছাত্রীর আত্মহত্যা: মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল করতে পারেননি তদন্ত কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2022, 11:56 AM
Updated : 6 Oct 2022, 11:56 AM

রাজধানীর দক্ষিণখানে ছাদ থেকে লাফিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তার বাবা শাহীন আলমের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে গেছে।

তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই মোছা. রেজিয়া খাতুন বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় আগামী ১৬ নভেম্বর নতুন তারিখ রেখেছেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অগাস্ট দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন ওই ছাত্রী। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই তার মা বাদী হয়ে মামলা করেন, যাতে আসামি করা হয় নিহতের বাবা শাহীন আলমকে।

আত্মহত্যার প্ররোচনার এ মামলার ধারা জামিন অযোগ্য। এ ধরনের মামলার সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড।

তখন দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া জানিয়েছিলেন, ওই বাড়ি থেকে তরুণীর হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে মেয়েটি মৃত্যুর জন্য তার বাবাকে দায়ী করেন।

আরও পড়ুন:

Also Read: বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা: বাবা রিমান্ডে

Also Read: ১০ তলা থেকে ঝাঁপ: সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বাবা গ্রেপ্তার

Also Read: ঢাকায় ১০ তলা ভবন থেকে ‘লাফিয়ে’ বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু