কোচিংয়ে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

তেজগাঁওয়ের বিজিপ্রেসের পূর্বপাশে একটি গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2022, 06:09 AM
Updated : 11 Sept 2022, 06:09 AM

রাজধানীর তেজগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আলী হোসেন নামের ১৬ বছর বয়সী ওই কিশোর সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়ত।

রোববার সকালে তেজগাঁওয়ে বিজিপ্রেসের পূর্বপাশে গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয় বলে শিল্পাঞ্চল থানা পুলিশ জানিয়েছে।

দিনমজুর আজমীর হোসেনের ছেলে আলী হোসেন সকালে কুনিপাড়ার বাসা থেকে বের হয়ে কোচিংয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়ে। তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার বড়।

শিল্পাঞ্চল থানার এস আই হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তা পার হতে গিয়ে মহাখালীর দিক থেকে আসা একটি গাড়ি আলী হোসেনকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে মাথায় আঘাত পায়।“

কোচিংয়ে যাচ্ছিল বলে আলীর গায়ে এ সময় স্কুল পোশাক ছিল না বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

দুর্ঘটনার পর আমানুল্লাহ নামের এক ভ্যানচালক আলীকে উদ্ধার করে প্রথমে শমরিতা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত ছাত্রের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) ভিডিও দেখে পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে বলে জানান এস আই হাফিজুর রহমান।