শনিবার ঢাকায় গ্যাস সরবরাহ থামবে না: তিতাস

সংস্কার কাজের জন্য ইস্কাটন, পরীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় কবে গ্যাস বন্ধ রাখা হবে, তা পরে জানাবে তিতাস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2023, 02:30 PM
Updated : 17 March 2023, 02:30 PM

লাইন মেরামত কাজের জন্য শনিবার ঢাকার কিছু এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রাখার যে সিদ্ধান্ত তিতাস নিয়েছিল, তা স্থগিত করা হয়েছে।

ফলে এদিন ঢাকার ইস্কাটন, পরীবাগ, ইন্টার কন্টিনেন্টালসহ এসব এলাকার গ্যাস সরবরাহ স্বাভাবিকই থাকছে।

শুক্রবার সকালে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দেওয়ার পর বিকালে তা স্থগিতের ঘোষণা দেয় বিতরণ কোম্পানি তিতাস।

কোম্পানির একজন কর্মকর্তা জানান, যে এলাকায় লাইন মেরামত করার সিদ্ধান্ত হয়েছিল শনিবার সেখানে রাষ্ট্রীয় অনুষ্ঠান রয়েছে বলে জানা গেছে। ফলে এদিনের সংস্কার কাজ স্থগিত করা হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হলে জানিয়ে দেওয়া হবে।

Also Read: শনিবার ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিন্টুরোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হলি ফ্যামিলি, কাওরান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, অফিসার্স ক্লাব, হাতিরপুল পিডিবি কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে প্রথম ঘোষণায় জানান হয়েছিল। আপাতত সেই ভোগান্তি থেকে রেহাই পেলেন বাসিন্দারা।