প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত ২ হাজার ২২৯টি গাড়ি বেশি চলেছে।
Published : 12 Feb 2024, 11:26 AM
আংশিক চালু হওয়ার দ্বিতীয় দিনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল প্রথমদিনের চেয়ে বেড়েছে, সঙ্গে বাড়ছে টোল আদায়ের পরিমাণ।
সোমবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত এক্সপ্রেসওয়েটি ব্যবহার করেছে ৯ হাজার ২২২টি গাড়ি। টোল আদায় হয়েছে ৭ লাখ ৪৭ হাজার ৬৮০ টাকা। আগের দিন বেলা ২টা পর্যন্ত ৬ হাজার ৯৯৩টি যানবাহন উঠেছিল এক্সপ্রেসওয়েতে। এই হিসেবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত ২ হাজার ২২৯টি গাড়ি বেশি চলেছে।
এসব গাড়ির মধ্যে সবচেয়ে বেশি ৫ হাজার ৩৮৩টি গাড়ি এক্সপ্রেসওয়েতে উঠেছে কাওলা প্রান্ত দিয়ে। কুড়িল থেকে ১ হাজার ১৯৭টি, বনানী থেকে ৭৫৯টি এবং তেজগাঁও থেকে ১ হাজার ৮৮৫টি গাড়ি ওঠে। প্রকল্প পরিচালক এএইচএমএস আকতার জানান, দ্বিতীয় দিন কিছু ট্রাক ও বাসও উঠেছে এক্সপ্রেসওয়েতে।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির কাওলা থেকে ফার্মগেইট পর্যন্ত অংশ উদ্বোধন করেন। পরদিন ভোর থেকে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত হয়।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)