প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ জামাতে অংশ নেন।
Published : 31 Mar 2025, 08:57 AM
পুরো এক মাস রোজা শেষে রাজধানীরা মুসলমানরা মিলিত হয়েছেন জাতীয় ঈদগাহে।
সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে।
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সচিবসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ জামাতে অংশ নেন।
ঈদগাহের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। ক্বারী হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।
সকালের সূর্যদয়ের সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে সব বয়সীরা ছুটে আসেন ঈদগাহ ময়দানে। সবার গায়ে নতুন পাঞ্জাবি, মাথায় টুপি। অনেকের হাতে জায়নামাজ আর পানির বোতল।
শিশু কিশোররাও এসেছে তাদের অভিভাবকদের সঙ্গে। হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা মাঠে প্রবেশ করেছে।
জাতীয় ঈদগাহ মাঠে এবারও প্রবেশ করতে হয়েছে সারিবদ্ধভাবে। প্রধান ফটকে বসানো আর্চওয়ের মধ্যে দিয়ে যেতে হয় নিরাপত্তা রক্ষায়।
পুলিশ আগেই জানিয়ে দিয়েছিল, জায়নামাজ আর ওয়ালেট ছাড়া সঙ্গে কিছু আনা যাবে না। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির লক্ষণ নেই, ফলে ছাতার প্রয়োজন হবে না।
প্রধান ফটকের লাইন চলে যায় পল্টন মোড় পর্যন্ত। উত্তরে লাইন ঠেকে মৎস্য ভবন মোড় ও দক্ষিণে বঙ্গবাজার পর্যন্ত।
ঈদ গা ময়দানে সহজে প্রবেশ ও বের হতে মাঠের আশপাশ মৎস্য ভবন, বঙ্গবাজর, পল্টন, জিপিও মোড় ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।
এ বলয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখতে বেরিকেড দিয়েছে পুলিশ। পল্টন মোড়, মৎস্য ভবন, বঙ্গবাজার, দোয়েল চত্বর মোড়ে গাড়ি চলার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ঈদ গা ময়দানে যেতে বাকি পথটুকু হেঁটে যেতে হচ্ছে।
ঈদ গা ময়দানে পুরুষদের পাশাপাশি নারীদের নামাজের জন্য পৃথক ব্যবস্থা করা হয়। পর্দা দিয়ে পৃথক করে মাঠের দক্ষিণ অংশে ভিন্ন প্রবেশ দুয়ার দিয়ে নারীরা ঈদ জামাতে অংশ নেন।
এদিকে প্রতিবছরের মত এবারও ঈদের দিন পাঁচটি জামাত হচ্ছে ঢাকায় বায়তুল মোকাররমে।
সকাল ৭টায় প্রথম, সকাল ৮টা দ্বিতীয় ঈদের জামাত হয়। এরপর সকাল ৯টা এবং সকাল ১০টায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ জামাত হবে। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।