গত ১ নভেম্বর তাকে আট দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত।
Published : 09 Nov 2023, 11:05 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টাকাণ্ডে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রশিদুল আলম।
আরেফীর আইনজীবী এহসানুল হক সমাজী জানান, আট দিনের রিমান্ড শেষে সারওয়ার্দীকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ডিবি পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন মীর। আর আসামি পক্ষে জামিন চেয়ে শুনানি করা হয়।
সমাজী বলেন, “সারওয়ার্দী আরেফীকে চিনতেন না। তিনি তাকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়েও যাননি।”
গত ১ নভেম্বর চৌধুরী হাসান সারওয়ার্দীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিন।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আরেফী। তিনি নিজের পরিচয় দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘উপদেষ্টা’ হিসেবে।
পরদিন মহিউদ্দিন শিকদার নামের এক সাবেক ছাত্রলীগ নেতার করা মামলায় বলা হয়, ওই সংবাদ সম্মেলনে আরাফী দাবি করেন, মার্কিন প্রেসিডেন্টের সাথে তার দিনে ১০-১৫ বার যোগাযোগ হয় এবং মার্কিন সরকারের সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে।
যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগের ওপরও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বলে দাবি করেন আরেফী।
তাকে ‘মিথ্যা বক্তৃতা দিতে সহযোগিতা করে’ সারওয়ার্দী ও ইশরাক বিএনপি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে উসকানি দেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়। এও বলা হয়, আরেফীর বক্তব্য শুনে ও ভিডিও দেখে দেশের আইন-শৃখলায় ব্যাপক ‘অবনতি ঘটে’।
এ মামলায় গত ৩১ অক্টোবর সাভার মডেল টাউন থেকে হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তারের কথা জানায় ডিবি পুলিশ।