এর আগে প্রাণ হারানোরাও একই পরিবারের।
Published : 18 Aug 2023, 11:04 PM
ঢাকার কেরানীগঞ্জের একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে মৃতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রোজা মনি নামের পাঁচ বছর বয়সী শিশু শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানিয়েছেন, শিশুটির শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে রোজা মনির বাবা সোহাগ মিয়া, মা মিনা আক্তার, বোন তাইয়েবা আক্তার, চাচি জেসমিন আক্তার ও জেসমিনের মেয়ে তিশা মারা যান।
গত মঙ্গলবার ভোর ৪টার দিকে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জে রাসায়নিকের গুদামে আগুন নিহত বেড়ে ৫, সবাই এক পরিবারের
পরে গুরুতর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া।
ঘটনার বর্ণনায় তিনি বলেছিলেন, “ভোরে ওই রাসায়নিক কারখানায় আগুন লাগার খবর স্থানীয়রা কয়েকজন আমাদের স্টেশনে এসে জানালে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দেখি ভয়াবহ আগুন লেগে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার কারখানার ভেতর থেকে মিনা, তিশা ও তাইয়েবার পোড়া মরদেহ উদ্ধার করা হয়।”