'মানসিক রোগী' মায়ের বালিশ চাপায় শিশুর মৃত্যু

সবার অগোচরে ‘মানসিক ভারসাম্যহীন’ মা এ দুর্ঘটনা ঘটিয়েছে বলে রামপুরা থানার ওসি জানান।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2022, 07:21 PM
Updated : 7 August 2022, 07:21 PM

রাজধানীর রামপুরায় এলাকায় বালিশ চাপা দিয়ে পাঁচ বছরের শিশুকে মেরে ফেলার অভিযোগ উঠেছে ‘মানসিক রোগী’ এক মায়ের বিরুদ্ধে।

রোববার টিভি সেন্টারের কাছে কুঞ্জবন এলাকায় একটি বাসায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

রামপুরা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সবার অগোচরে ‘মানসিক ভারসাম্যহীন’ মা শম্পা এ দুর্ঘটনা ঘটিয়েছে। চিকিৎসার জন্য তাকে সম্প্রতি ঢাকায় তার ভাইয়ের বাসায় আনা হয়।

নিহত শিশু ঝুমুর মামা জামাল হোসেন জানান, অচেতন অবস্থায় ঝুমুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

তিন বছর ধরে তার বোন শম্পা ‘মানসিক রোগে’ ভুগছেন জানিয়ে তিনি বলেন, তার স্বামী মো. জসিম উদ্দিন সাভারে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। কয়েকদিন বোন সাভারেও ছিলেন। মানসিক সমস্যা বেশি হওয়ায় গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জে পাঠানো হয়।

কয়েকদিন আগে চিকিৎসার জন্য তার বাসায় শম্পাকে আনা হয় বলে তিনি জানান।

জামাল জানান, বাসায় কেউ না থাকায় দুপুরে ঝুমুকে বালিশ চাপা দেওয়া হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এ ঘটনার পর শম্পাকে দরজা বন্ধ করে রাখা হয়েছে।