সংশোধিত সূচি অনুযায়ী আগামী ১৩ এপ্রিলের এ পরীক্ষাটি হবে মে মাসের ১৩ তারিখে।
Published : 19 Feb 2025, 04:45 PM
চলতি বছরের এসএসসি ও সমমানের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি পিছিয়েছে এক মাস।
সংশোধিত সূচি অনুযায়ী আগামী ১৩ এপ্রিলের এ পরীক্ষাটি হবে মে মাসের ১৩ তারিখে।
বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পিছিয়ে এসএসসির সংশোধিত সূচি বুধবার প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৩ এপ্রিলের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পিছিয়ে দিয়ে এসএসসির সংশোধিত সূচি প্রকাশ করা হয়েছে।“
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল।বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে (তত্ত্বীয় পরীক্ষা) শেষ হবে ১৩ মে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেওয়া হবে এ পরীক্ষা।
তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে।
এসএসসির সূচিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে প্রবেশ করতে হবে। তাদের পরীক্ষা আরাম্ভের তিন দিন আগে প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে।
তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথক পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না।