বছরের অন্যান্য সময় মশক নিয়ন্ত্রণ কার্যক্রমেও এটি কাজে লাগাতে চায় এই সিটি করপোরেশন।
Published : 17 Jun 2024, 12:02 AM
কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে গতি আনার পাশাপাশি গাফলতি তদারকে ফেইসবুক গ্রুপে লাইভে থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা।
ঈদের আগের দিন রোববার রাতে করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দেন।
তিনি বলেন, ডিএসসিসি লাইভ মনিটরিং (DSCC Live Monitoring) নামের ফেইসবুক গ্রুপ থেকে মাঠ পর্যায়ের বর্জ্য সরানোর বিশাল কার্যক্রম তদারক করা হবে। পাশাপাশি নগর ভবনের শীতলক্ষ্যা হলে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ হতে মাঠ পর্যায়ের কার্যক্রম দেখভাল করবেন করপোরেশনের ঊর্ধ্বতন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়ে রেখেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।
সোমবার ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অসপারণের কাজ শুরু করবে ঢাকার দুই সিটি।
দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা নাছের বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ হতে মাঠ পর্যায়ে বাস্তবায়িত কাজের যেমন হালনাগাদ তথ্য জানা যায়, তেমনি কোথাও কোন ধরনের প্রতিবন্ধকতা থাকলে তাও সমন্বয় করা সহজতর হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন এলাকার বাসাবাড়িতে বছরের অন্যান্য সময়ে দৈনিক গড়ে ৩ হাজার টন বর্জ্য উৎপন্ন হয়। কোরবানির এ সময়ে তিন দিনেই অন্যান্য সময়ের এক সপ্তাহের তুলনায় বেশি বর্জ্য উৎপন্ন হয়।
২০২৩ সালে চাঁদরাত এবং ঈদের দিন ও পরের দিনে প্রায় ২২ হাজার এবং ২০২২ সালে প্রায় ২১ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি।
এবার কোরবানির পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রায় ১০ হাজার কর্মী মাঠ পর্যায়ে থাকবেন।
নাছের বলেন, তাদের কাজের দেখভালের সবশেষ অবস্থা জানার পাশাপাশি স্থানীয়দের থেকে তথ্য পেতে সহায়তা করবে ফেইসবুক গ্রুপটি। কর্মকর্তাদের পাশাপাশি অন্যরাও কাজের অগ্রগতি দেখতে পাবে।
"কোরবানির এই সময়ে ফেইসবুক গ্রুপটির মাধ্যমে শুধু বর্জ্য অপসারণ সংক্রান্ত কার্যক্রম তদারকি করা হলেও বছরের অন্যান্য সময়ে সংস্থার অন্যান্য কার্যক্রম বিশেষত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম তদারক করা হবে।"