“মোবাইলের শব্দ পেয়ে মেয়েটির ঘুম ভাঙলে সে দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাকাডাকি করে,” বলেন এসআই ফাতেমা।
Published : 05 Feb 2025, 08:30 PM
রাজধানীর পূর্ব বাসাবোর হীরাঝিল এলাকার একটি বাসায় ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি ‘আত্মহত্যার’ সময় এক ব্যক্তিকে ভিডিও কলে রেখেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বুধবার ভোরের ওই ঘটনার সময় ঘুম ভাঙলে তার সাত বছরের মেয়ে প্রতিবেশীদের ডাকেন বলে সবুজবাগ থানার এসআই ফাতেমা আক্তার জানিয়েছেন।
তানিয়া আক্তার (২৫) নামে ওই নারী বাবা-মা ও মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন। তাদের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়।
সবুজবাগ থানার ওসি ইয়াসিন আলী বলেন, “তানিয়ার স্বামী বেশ কয়েক বছর আগে মারা যান। পরে তিনি লাইসুর নামে এক ব্যক্তিকে বিয়ে করেন বলে তার পরিবার জানিয়েছে। তবে এ বিষয়ে কোনো নথি পাওয়া যায়নি। লাইসুরকে ভিডিও কলে রেখেই তিনি আত্মহত্যা করেন।”
এসআই ফাতেমা বলেন, “ভোর ৪টার দিকে সাত বছরের মেয়ে যখন ঘুমাচ্ছিল, তখন তানিয়া মোবাইলে এক ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে তাকে লাইনে রেখেই ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন।
“পরে মোবাইলে শব্দ পেয়ে তার সন্তানের ঘুম ভাঙলে সে দেখতে পায় এবং আশপাশের লোকজনদের ডাকাডাকি করে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।”