সম্রাটের সম্পদের মামলায় অভিযোগ গঠন ফের পেছাল

জামিনে থাকা সম্রাট এদিন আদালতে হাজিরা দেন। তার জামিনের মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2023, 07:44 AM
Updated : 1 March 2023, 07:44 AM

অবৈধ সম্পদের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে গেছে।

ঢাকার ষষ্ঠ বিশেষ আদালতের বিচারক বদলি হয়ে যাওয়ায় ভারপ্রাপ্ত বিচারক ইকবাল হোসেন বুধবার শুনানি না নিয়ে ৯ এপ্রিল নতুন তারিখ রেখেছেন।

জামিনে থাকা সম্রাট এদিন আদালতে হাজিরা দেন। তার জামিনের মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

সম্রাট ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন যুবলীগের ঢাকা মহানগরের দক্ষিণ শাখার সভাপতি। ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে ২০১৯ সালে তিনি গ্রেপ্তার হন। এরপর তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়।

এর মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

২০১৯ সালের ১২ নভেম্বর মামলা হওয়ার পর ২০২০ সালের ২৬ নভেম্বর অভিযোগপত্র জমা দেয় দুদক। সেখানে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।