তিনি আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ছিলেন, গত বছর থেকে মুখ্য সচিবের দায়িত্বে।
Published : 25 Jun 2023, 10:49 PM
চাকরির বয়স শেষ হলেও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে চুক্তিতে একই পদে রেখে দিচ্ছে সরকার।
সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী তোফাজ্জলকে এক বছরের চুক্তিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিয়োগ দিয়ে রোববার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামী ৪ জুলাই অবসরে যাওয়ার কথা ছিল তোফাজ্জলের। অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে তাকে চুক্তিতে মুখ্য সচিব নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৫ জুলাই বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব থাকাকালে ২০২২ সালের ৭ ডিসেম্বর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল।
তিনি এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। পঞ্চগড়, কুমিল্লা ও ঢাকার জেলা প্রশাসকের দায়িত্বও পালন করেন তিনি।