খিচুড়ি বিক্রির আড়ালে তিনি বেচেন ‘গাঁজা’

ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তারের সময় মিলনের খিচুড়ির ভ্যান থেকে ৯৫ পুরিয়া গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2022, 02:22 PM
Updated : 12 August 2022, 02:22 PM

মাদকের চার মামলা মাথায় নিয়ে গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশে ভ্যানে করে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে খিচুড়ি বিক্রি করে আসছিলেন মিলন ভাণ্ডারি। পুলিশ বলছে, খিচুড়ি নয়, তার দোকানের আসল পণ্য হল গাঁজা।

বৃহস্পতিবার রাতে উত্তরা রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পাশের সড়ক থেকে ৩৮ বছর বয়সী এ ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।তার গ্রামের বাড়ি জামালপুরে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিলন সেখানে খিচুড়ি বিক্রির আড়ালে গাঁজা বিক্রি করছিলেন। তার কাছে ৯৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।”

মিলনকে একজন ‘পেশাদার গাঁজা বিক্রেতা’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “আগেও একাধিকবার গ্রেপ্তার হন তিনি। তাই গ্রেপ্তার এড়াতে তিনি খিচুড়ি বিক্রেতার ছদ্মবেশ ধরেন।

“সড়কের পাশে ভ্যানে করে খিচুড়ি বিক্রি করেন। আর এর ফাঁকেই নির্দিষ্ট ক্রেতারা এলে তাদের কাছে গাঁজা বিক্রি করেন।”

রাতে ক্রেতা সেজে পুলিশ তাকে গ্রেপ্তার করে জানিয়ে ওসি মহসীন বলেন, “মিলনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের চারটি মামলা রয়েছে।”