বুধবার মাউশি ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টি, প্রতিকার ও প্রতিরোধে প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়ন করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে পরিপত্র পাঠিয়েছে।
Published : 23 Aug 2023, 10:00 PM
দেশে ডেঙ্গু রোগের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ার পর এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা কার্যক্রমকে মূল্যায়নের আওতায় এনেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার মাউশি ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টি, প্রতিকার ও প্রতিরোধে প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়ন করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে পরিপত্র পাঠিয়েছে।
আগামী ৩১ অগাস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দুই মাস এ প্রকল্পের কার্যক্রম চলবে। এর আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ডেঙ্গু সম্পর্কে ধারণা অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে সচেতনতা কার্যক্রম চালাবে।
এজন্য প্রতি শ্রেণিতে দল তৈরি করে দিতে বলা হয়েছে, প্রতি দলে ১০ জন করে শিক্ষার্থী থাকবে।
শিক্ষার্থীরা ডেঙ্গু রোগের কারণ, লক্ষণ, বিস্তার, নিরাময়, প্রতিকার, প্রতিরোধ ও ডেঙ্গু রোগীর খাবারের মত বিষয়ে জানবে।
পরে পোস্টার বা প্ল্যাকার্ড তৈরি ও প্রদর্শন করে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা।
মাউশি জানিয়েছে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক, অষ্টম থেকে দশম শ্রেণিতে বিজ্ঞান বিষয়ের শিক্ষকরা এ কার্যক্রম বাস্তবায়নের মূল দায়িত্ব পালন করবেন।
শিক্ষার্থীদের কার্যক্রম ষষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় ও সপ্তম শ্রেণির পঞ্চম অধ্যায়ের শিখনকালীন মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।
এছাড়া আচরণিক সূচক মূল্যায়নের আওতায় সব শিক্ষকই ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের কার্যক্রমকে মূল্যায়ন করবেন।
অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের কার্যক্রম মূল্যায়িত হবে ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে। শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর যোগ হবে চূড়ান্ত ফলাফলে।