এক্সরে করে দেখা গেছে, তার ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে।
Published : 24 Mar 2025, 02:44 PM
ঢাকার শাহবাগ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এক শিক্ষার্থী বাসের ধাক্কায় আহত হয়েছেন।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনায় আহত মো. মেহেদী হাসান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।
ধানমন্ডি নিউ মডেল ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদীর ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন ট্রাফিক সার্জেন্ট রেজাউল।
তিনি বলেন, “শাহবাগ মোড়ে দায়িত্ব পালন করছিলেন মেহেদী। এ সময় মিরপুরগামী দুটি বাস পাল্টাপাল্টি করতে থাকলে মেহেদী গাড়ি দুটিকে স্বাভাবিকভাবে চলার কথা বলে। এ সময় বিকল্প পরিবহনের একটি বাস দায়িত্বরত মেহেদীকে ধাক্কা দিয়ে চলে যায়।”
“পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক্সরে করে দেখা গেছে ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে। এখন সে চিকিৎসাধীন আছে।”
মেহেদীকে ধাক্কা দেওয়া বিকল্প পরিবহনের বাসটি মিরপুর থেকে (ঢাকা মেট্রো ব ১১-৯৭৬৬) জব্দ করে চালক সোহেলকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সার্জেন্ট রেজাউল।
মেহেদীর বাবার নাম চান মিয়া। ঢাকার হাজারীবাগে তাদের বাসা।
ঢাকার সড়কে যানজটে ‘তীব্র ভোগান্তির’ মধ্যে গত ৫ নভেম্বর থেকে ট্রাফিক সামলানোর কাজে শিক্ষার্থীদের ‘সম্মানীসহ’ নিয়োগ দেওয়া হয়।
সে সময় ঝুঁকির কথা তুলে ধরে এর বিরোধিতা করার পাশাপাশি এই ব্যবস্থাপনা দীর্ঘমেয়াদী না করতে মত দিয়েছিলে বিশেষজ্ঞরা।