সেনবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব অস্ত্র উদ্ধারে মাঠে আছে।
Published : 14 Aug 2024, 05:46 PM
গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি থেকে লুট হওয়া ৯৭টি অস্ত্র, সাড়ে ছয় হাজার গুলি ও গ্রেনেড উদ্ধার করেছে র্যাব।
বুধবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এক বার্তায় এ তথ্য জানান।
বার্তায় বলা হয়, র্যাব-৭ এর সদস্যরা ৩৫টি অস্ত্র, ২৭৫টি গুলি, ৮টি সাউন্ড গ্রেনেড ও ৫টি ম্যাগজিন উদ্ধার করেছে।
র্যাব-১০ উদ্ধার করেছে ৯টি অস্ত্র, ৬৬১ গুলি, ৯টি সাউন্ড গ্রেনেড ও মাল্টিটিয়ার গ্রেনেড এবং ১০টি ম্যাগজিন।
আর ১০টি অস্ত্র, ৭৭টি গুলি, ৪টি সাউন্ড গ্রেনেড, ২টি ম্যাগজিন উদ্ধার করেছে র্যাব-১১।
এছাড়া র্যাব-১২ এর সদস্যরা ৪৩টি অস্ত্র, ৫,৫৫৯টি গুলি ও ১১টি ম্যাগজিন উদ্ধার করেছে।
সবমিলিয়ে বুধবার পর্যন্ত ৯৭টি অস্ত্র, ৬ হাজার ৫৮৫ গুলি ও ২৮টি ম্যাগজিন উদ্ধার করেছে র্যাব।
গণআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর দেশজুড়ে থানাসহ পুলিশের স্থাপনাগুলোতে একের পর এক হামলা হতে থাকে। এ সময় অস্ত্র-গুলি লুটপাটও করা হয় অনেক থানায়।
র্যাব বলছে, স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নির্দেশনায় সেনবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা অস্ত্র উদ্ধারে মাঠে নামে। এছাড়া লুট করা অস্ত্র ও গোলাবারুদ স্বেচ্ছায় ফেরত দেওয়ারও আহ্বান জানিয়েছে র্যাব। আগামীতেও এই অভিযান চলবে বলে জানিয়েছে র্যাব।
এর মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন গত সোমবার অবৈধ অস্ত্র থানায় জমা দিতে ৭ দিন সময় বেঁধে দেন। তা না হলে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
কেউ যদি নিজে থেকে এসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসব অস্ত্র জমা দিতে না পারেন তাহলে অন্যের মাধ্যমে তা ফেরত দেওয়ার সুযোগও সরকার খোলা রেখেছে। এসব নির্দেশনা আমলে না নিলে অস্ত্র উদ্ধারে মাঠে নামা হবে বলেও জানিয়েছেন তিনি।