ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Published : 11 Mar 2024, 02:39 PM
পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় একটি জুতা কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সোমবার বেলা ১টার দিকে সোয়ারীঘাটে কামালবাগ এলাকায় ওই কারখানায় আগুন লাগার খবর পান তারা।
“খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়। নয়টি ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।“
কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হল বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেনি ফায়ার সার্ভিস