Published : 30 Jan 2025, 10:05 PM
‘অবৈধ উপায়ে’ ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সেইসঙ্গে তার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও দুই শ্যালকের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে সংস্থাটি।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বৃহস্পতিবার ময়মনসিংহ-২ আসনের সাবেক এমপি শরীফের বিরুদ্ধে মামলার তথ্য দেন।
তিনি বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছাড়াও শরীফের নামে ১২টি ব্যাংক হিসাবে মোট ৪২ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৪০৯ টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক, যা ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’।
মামলার এজাহারে বলা হয়, শরীফের স্ত্রী শেফালী বেগম, শ্বশুর গোলাম মোস্তফা, শাশুড়ি জাহানারা বেগম, শ্যালক মো. শাহআলম ও মোহাম্মদ শামীমের নামে-বেনামে বিপুল স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য রয়েছে। তাদের ব্যাংক হিসাবেও বিপুল লেনদেনের তথ্য রয়েছে।
দুদক বলছে, এসব অর্থের উৎস জানতে তাদের নোটিশ দেওয়া হলেও তারা বক্তব্য দিতে হাজির হননি। এ অবস্থায় তাদের লেনদেনের বিষয়টি অধিকতর যাচাইয়ে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সুপারিশ করা হয়েছে।
এর আগে দুদকের এক আবেদনে গত ৭ জানুয়ারি শরীফ আহমেদের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত।