রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে আদালতের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
Published : 11 Jul 2024, 03:04 PM
দেশের বিভিন্ন এলাকায় জাতীয়করণ করা কলেজের ৪৪ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এ বিষয়ে জারি করা একটি রুল নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।
পরে অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, সারাদেশে ২০১৮ সালের পরে অনেক কলেজ সরকারি করা হয়। ওইসব কলেজের ওই সময়ে কর্মরত প্রভাষকদের আত্তীকরণ করা হয় ‘আত্তীকরণ বিধিমালা’র আলোকে।
“কিন্তু আত্মীকরণের পরে দেখা যায়, যেসব প্রভাষক জাতীয়করণের আগে সপ্তম গ্রেডে বেতন ভাতা পেতেন, জাতীয়করণের পর তাদের নবম গ্রেড দেওয়া হয়। এমনকি ২০১৮ সালের পর থেকে তাদের কাছে আগের নেওয়া বাড়তি বেতন ফেরত চাওয়া হয়। এই আদেশ চ্যালেঞ্জ করে ৪৪ জন শিক্ষক হাই কোর্টে রিট পিটিশন দায়ের করেন।
“চূড়ান্ত শুনানি নিয়ে আদালত রুল যথাযথ করে আবেদনকারী প্রভাষকদের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতিসহ ষষ্ঠ গ্রেড প্রদান করার রায় ঘোষণা করে।”
রায়ের কপি পাওয়ার ৬০ দিনের মধ্যে আদালতের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে বলে এই আইনজীবী জানান।