১২ তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঢাকার যাত্রাবাড়ীর শ্যামপুরে পাকিজা টেক্সটাইল কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা আক্তার জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামপুরের অটবি চত্বর এলাকায় ওই কারখানায় আগুন লাগার খবর পান তারা।
“খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। বেলা ১২টা ১০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।”
পাকিজা টেক্সটাইলের চার তলা ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত হয় জানিয়ে খালেদা আক্তার বলেন, “কীভাবে সেখানে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর আমরা পাইনি।”