জুবায়ের এলাহী নামের ওই যুবককে মানসিকভাবে সুস্থ মনে হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালির ওসি এনামুল হাসান।
Published : 29 Oct 2024, 08:44 PM
মাথায় কালো কাপড় বেঁধে লাঠি হাতে সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে ঢুকে পড়া জুবায়ের এলাহীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষের করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর কথা জানান ঢাকার কোতোয়ালি থানার ওসি এনামুল হাসান।
সোমবার বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কিশোরগঞ্জ থেকে কোতোয়ালী থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখানো হয়।
ওসি এনামুল হাসান বলেন, “সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাকে এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রেম সংক্রান্ত একটি বিষয় আমাদের বলেছে।
“তবে তাকে মানসিকভাবে সুস্থ মনে হয়নি। তাকে আদালতে পাঠালেও রিমান্ড চাওয়া হয়নি, পরবর্তী তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”
রোববার সকালে সলিমুল্লাহ মেডিকেলে ক্লাস চলাকালে লেকচার গ্যালারিতে লাঠি হাতে ঢুকে পড়েন ওই যুবক। তার মাথায় কালো কাপড় বাঁধা ছিল। সেসময় তিনি চিৎকার করে কিছু বলছিলেন আর লাঠি দিয়ে মেঝেতে আঘাত করছিলেন।
ওই ঘটনায় ক্লাসের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তার আগেই ওই যুবক সেখান থেকে চলে যান।
পরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়ায়। ক্লাসরুমে ওই যুবক কী বলছিলেন, ভিডিওতে সেটি স্পষ্ট নয়।
ঘটনার পর সেই যুবককে ‘মানসিক ভারসাম্যহীন’ দাবি করে কলেজের শিক্ষার্থীরা একটি বিবৃতি দেন। সেখানে তারা ঘটনার বিচারও দাবি করেন।
সলিমুল্লাহ মেডিকেলে লাঠি হাতে ক্লাসে ঢুকে পড়া সেই যুবক আটক