কোভিডসহ নানা কারণে তিন বছর পর হতে যাচ্ছে সরকার প্রধানের এ সফর।
Published : 13 Apr 2023, 08:46 PM
চলতি মাসের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে বিভিন্ন ক্ষেত্রে ৮ থেকে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাতিক ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র সেহেলী সাবরীন।
তিনি বলেন, “জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে আগামী ২৫-২৮ এপ্রিল তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করবেন মর্মে সিদ্ধান্ত রয়েছে।
“এ সফরকালে ৮-১০টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে কার্টেন রেইজারের মাধ্যমে আপনাদেরকে যথাসময়ে অবহিত করা হবে।”
চার দিনের ওই সফরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি দেশটির সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।
২৫ এপ্রিল জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
২০২০ সালের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ শুরু করলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা পিছিয়ে যায়।
এরপর ২০২২ সালের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সম্ভাব্য সময় ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের প্রস্তুতি নিচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তর। গত ২৭ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য তারিখ হিসেবে ওই সময়ের কথা জানানো হয়েছিল।
কিন্তু ঢাকায় জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকের সঙ্গে বৈঠকের পর ২৪ নভেম্বর সফরটি পেছানোর কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও জাপান উভয় দেশের সরকার আশা করে, এই সফর দুদেশের বন্ধুত্বের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
এটি হবে জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষষ্ঠ সফর। এর আগে ১৯৯৭, ২০১০, ২০১৪, ২০১৬ এবং ২০১৯ সালে বন্ধুপ্রতীম দেশটিতে গিয়েছেন সরকার প্রধান।
চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে এক প্রশ্নে মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, “৮ থেকে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। চুক্তিগুলো চূড়ান্তকরণ নিয়ে উভয়পক্ষ কাজ করছে।”