মিশনের কর্মীদের চলাচল কূটনৈতিক জোনে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।
Published : 18 Jul 2024, 08:54 AM
সরকারি চাকরির কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র; বৃহস্পতিবার সাধারণের জন্য বন্ধ থাকবে ঢাকায় দেশটির দূতাবাস।
বাংলাদেশে ‘সংঘাতময়’ অবস্থার কথা তুলে ধরে বুধবার দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, “এমন পরিস্থিতির কারণে ১৮ জুলাই ২০২৪ যুক্তরাষ্ট্র দূতাবাস সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। মিশনের কর্মীদের চলাচল কূটনৈতিক জোনে সীমাবদ্ধ রাখতে বলা হচ্ছে।”
সেখানে বলা হয়, “গত কয়েক দিন ধরে সরকারি চাকরির কোটারবিরোরধী ছাত্র বিক্ষোভ চলেছে এবং ঢাকা ও অন্যান্য শহরগুলোতে সহিংস সংঘাতের খবর পাওয়া গেছে।
“খবরে বলা হচ্ছে, সারা দেশে কয়েকজন মৃত্যু এবং শতশত ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি বেশ উত্তপ্ত। বিক্ষোভের কারণে স্থানীয় পরিবহন সেবা বাধাগ্রস্ত এবং ঢাকায় আসা-যাওয়া কঠিন হয়ে উঠতে পারে।”
দূতাবাস বলছে, “যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বন এবং তাদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করা উচিত, বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায়।
“আপনার উচিত হবে বিক্ষোভ এড়িয়ে চলা এবং যে কোনো বড় লোক সমাগমের এলাকায় সতর্কতা অবলম্বন করা।”
এদিকে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সোশাল মিডিয়ায় এক পোস্টে সহিংসতা ও রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, “এই সপ্তাহে আমি বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থীর সঙ্গে দেখা করেছি এবং আগামী সপ্তাহে আমরা বাংলাদেশ থেকে ইরাসমাস বৃত্তি নিয়ে ইইউ-গামী শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হব।
“বাংলাদেশের সব বন্ধু এবং অংশীদার চায়, বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান হোক এবং সংঘাত ও রক্তপাত পরিহার করা হোক।”