“বিতরণ কার্যক্রম করবে বিভিন্ন কর্তৃপক্ষ, কিন্তু এর প্রধান তদারকি করবেন ডিসিরা,” বলেন তিনি।
Published : 17 Feb 2025, 12:56 PM
রোজার ঈদের আগে এক কোটি পরিবারকে ১০ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
তিনি বলেছেন, আগামী মার্চ ও এপ্রিলে প্রায় ৭ লাখ টন খাদ্যশস্য বিতরণ করার পরিকল্পনা রয়েছে সরকারের।
জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম বলেন, “আসন্ন পবিত্র রমজান মাসে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে বিনামূল্যে বিতরণ করা হবে। সে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।”
এর মধ্যে দেড় লাখ টন করে দুই মাসে তিন লাখ টন চাল খাদ্যবান্ধব কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে। এই চাল ১৫ টাকা কেজি কিনতে পারবে ৫০ লাখ পরিবার। একটি পরিবার পাবে ৩০ কেজি চাল।
এর বাইরে মার্চ ও এপ্রিলে ৫০ লাখ টন করে দুই মাসে এক লাখ টন চাল বিতরণ করবে টিসিবি। আর ওএমএসের মাধ্যমে যাবে আরও এক লাখ টন।
এসব কার্যক্রম চালের সরবরাহ ও দর স্বাভাবিক রাখতে ভূমিকা রাখবে মন্তব্য করে আলী ইমাম মজুমদার বলেন, “বিতরণ কার্যক্রম করবে বিভিন্ন কর্তৃপক্ষ, কিন্তু এর প্রধান তদারকি করবেন ডিসিরা।
“ঢাকা মেট্রোপলিটনে এসব কার্যক্রম আগে নিবিড়ভাবে তদারকি হতো না। আমরা ঢাকার সংশ্লিষ্টদের বিশেষভাবে নির্দেশনা দিয়েছি বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য।”
ঢাকা বিভাগের ১২২টি বিক্রয় কেন্দ্র এবং ৭০টি ট্রাকসেলে ম্যাজিস্ট্রেট দিয়ে তদারকি করার নির্দেশনা দেন খাদ্য উপদেষ্টা।
কারিগরি মানোন্নয়নের কারণে বেশ কিছুদিন ধরে ই-নামজারি বা ভূমি খারিজ বন্ধ ছিল।
প্রায় ৪ লাখ আবেদন অনিষ্পন্ন অবস্থায় ছিল জানিয়ে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আগামী ১০ মার্চের মধ্যে এসব আবেদনের নিষ্পত্তি হবে।