“অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে থাকলে সেটা অবশ্যই নিন্দনীয়। তবে এর সঙ্গে আমন্ত্রিত অতিথিকে দায়ী করাটা যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য নয়,” বলছে ধর্ম মন্ত্রণালয়।
Published : 31 Jan 2025, 12:07 AM
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের উপস্থিতিতে এক অনুষ্ঠানে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠার পর ধর্ম মন্ত্রণালয় বলছে, বিষয়টি উপদেষ্টা জানতেন না।
বৃহস্পতিবার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “নারী সাংবাদিকদেরকে প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে তিনি অবহিত ছিলেন না এবং কোনো সাংবাদিকও তাকে এ বিষয়ে কোনো অভিযোগ করেননি।
“সেখানে থাকা অবস্থায় এরূপ ঘটনার বিষয়ে অবহিত হলে তিনি (ধর্ম উপদেষ্টা) অবশ্যই নারী সাংবাদিকদেরকে সেখানে পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার ‘কওমি উদ্যোক্তা’ নামে একটি সংগঠনের অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা প্রধান অতিথি ছিলেন। সেখানে তিনি প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন।
এরপর এক নারী সাংবাদিক ফেইসবুকে লিখেন, ধর্ম উপদেষ্টার অনুষ্ঠানে তাকেসহ কয়েকজন নারী সাংবাদিককে প্রবেশে বাধা দেওয়া হয়। কয়েকজন আগেই ফিরে গেছেন বলে সেখানকার প্রহরীরা তাকে বলেছেন।
“এরপরও আমি অপেক্ষা করি। এর মধ্যে একজন এসে দূরে দাঁড়িয়ে থাকা সংশ্লিষ্ট কয়েকজনকে দেখিয়ে বললেন, ‘আপু, আবার ওনাদের জিজ্ঞেস করে এলাম, ঢুকতে পারবেন না মেয়েরা!’”
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পর ধর্ম মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলেছে, “অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে থাকলে সেটা অবশ্যই নিন্দনীয়। তবে এর সঙ্গে আমন্ত্রিত অতিথিকে দায়ী করাটা যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য নয়।
“এরূপ পোস্ট নিছক উদ্দেশ্যপ্রণোদিত। ধর্ম উপদেষ্টার কিংবা ধর্ম মন্ত্রণালয়ের যেকোনো কর্মসূচিতে সাংবাদিকরা সাদরে আমন্ত্রিত হয়ে থাকেন। এ মন্ত্রণালয়ে যোগদানের পর হতে ধর্ম উপদেষ্টা নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করে আসছেন। কিছু নারী সাংবাদিক ইতোমধ্যে তার দীর্ঘ সাক্ষাৎকারও নিয়েছেন।”
এ ছাড়া ধর্ম উপদেষ্টা বা তার দপ্তর থেকে নারী সাংবাদিকের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি, বলা হয় বিজ্ঞপ্তিতে।