চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি ঝরতে পারে।
Published : 03 Mar 2025, 01:19 PM
মার্চ মাসে দেশে এক থেকে দুটি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু কিংবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বইতে পারে। আর দিন ও রাতের তাপমাত্রা এ মাসে ধীরে ধীরে বাড়বে।
বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
মার্চের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কা রয়েছে।
তবে চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের আভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের প্রধান নদ-নদীর প্রবাহ স্বাভাবিক থাকতে পারে।
এ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা নেই।