রাত ১ টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
Published : 20 Jan 2025, 01:53 AM
ঢাকার মিরপুর ৬ নম্বর প্রশিকা মোড়ে একটি বাটার শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার রাত ১১ টা ৫৫ মিনিটে একটি দোতলা ভবনের নিচতলায় শোরুমে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আর ফারুক বলেন, "৫ টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১ টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।"
এই ঘটনায় কোন হতাহতের খবর ফায়ার সার্ভিস এর কাছে নেই বলে জানান ফারুক।
তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।