“আমাদের দেশগুলোর বন্ধুত্ব আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা করি,” বলেছেন তিনি।
Published : 31 Mar 2025, 10:21 PM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধান উপদেষ্টাকে মোদীর ঈদের শুভেচ্ছা বার্তা পাঠানোর বিষয়টি সোমবার তার কার্যালয় থেকে জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় বলেছে, শুভেচ্ছা বার্তায় মোদী প্রধান উপদেষ্টার মাধ্যমে বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মোদী বলেছেন, “ঈদুল ফিতর কেবল আনন্দের উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, কৃতজ্ঞতা ও ঐক্যের প্রতীক। এই উৎসব দয়া, উদারতা ও সংহতির মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যা আমাদের জাতি ও বৈশ্বিক সম্প্রদায়কে একত্রিত করে।”
সারা বিশ্বের মুসলমানদের মত ভারতেও ২০ কোটি মানুষ রোজা রেখেছেন ও ইবাদত করেছেন—সে কথাও মোদী তার পাঠানো বার্তায় তুলে ধরেছেন।
বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করে তিনি বলেন, “আমাদের দেশগুলোর বন্ধুত্ব আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা করি।”