বুধবার সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ার পর নামে ঝুম বৃষ্টি আর বজ্রপাত, এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন নগরবাসী।
Published : 02 Oct 2024, 09:24 PM
সন্ধ্যার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হঠাৎ তুমুল বেগে নামলে কাকভেজা হয়ে চার তরুণী উঠে পড়েন বিজয় সরণির মেট্রো স্টেশনে; আধা ঘণ্টাতেও বৃষ্টি না থামায় স্টেশনের সিঁড়িতেই বসেছিলেন তারা।
ঝুম বৃষ্টির মধ্যে তাদের মত আরও অনেকেই আটকা পড়েন এ স্টেশনে; অফিস শেষে সন্ধ্যায় বাসায় ফেরার পথে বৃষ্টির বাগড়ায় তারা ভোগান্তিতে পড়েন।
বুধবার যে বৃষ্টি হবে, সেই আভাস ছিল আগেই। সন্ধ্যায় গুঁড়ি গুড়ি বৃষ্টি শুরু হওয়ার পর নামে ঝুম বৃষ্টি আর বজ্রপাত। রাত সাড়ে ৮টা পর্যন্ত এমন বৃষ্টিতে বিপাকে পড়েন নগরবাসী।
দিনের কর্মব্যস্ততা শেষে বিকালে বা সন্ধ্যায় ঢাকার মেট্রো স্টেশনে স্বাভাবিক সময়েই ব্যাপক ভিড় থাকে। বৃষ্টি কারণে বিজয় সরণি স্টেশনে সেই ভিড় ছিল আরও বেশি। তাদের বেশিরভাগই আসেন মতিঝিল থেকে। এই স্টেশনে নেমেই আসাদ গেট, নাখালপাড়া, মহাখালী ও তেজগাঁও এলাকার মানুষ প্রতিদিন বাসায় ফেরেন।
স্টেশনে বৃষ্টি থামার অপেক্ষায় থাকা চার তরুণীর একজন ফাতেমাতুজ্জোহরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চারজন বইন হই। চাচত বইনরা যেহানে যাই একলগে যাই। বইনরাই বান্ধবী, একলগে থাকি।
“বিকালে নভোথিয়েটার ও জিয়া উদ্যানে ঘুরতে আসছিলাম। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হইল। এহন বাড়িত যামু, আইলো বৃষ্টি। ভিজলাম সমস্যা নাই, বাড়িতে বকা যে কতটা খামু, হেইডা লইয়া ভাবতাছি।”
তাদের মত অপেক্ষায় থাকা রাজিউর রহমান বলেন, “অফিস শেষ করে সাড়ে ৬টা থেকে অপেক্ষা করি মতিঝিল স্টেশনে। যাত্রীদের চাপে প্রথমটা মিস করে পরেরটায় উঠি। এখন এখানে (বিজয় সরণি স্টেশনে) নেমে দেখি বৃষ্টি।
“ভারি বৃষ্টি মনে হচ্ছে, ভেজা ঠিক হবে না। তাই বসে বসে বৃষ্টি দেখা ছাড়া উপায় নাই।”
রাতের বেলায় বৃষ্টির বেগ ফুটে উঠছিল সড়কবাতির আলোয়। সেইসঙ্গে ছুটে চলা যানবাহনের হেডলাইটের আলোতেই বৃষ্টির তীব্রতা আন্দাজ করতে পারছিলেন অপেক্ষমাণ মানুষেরা।
আশ্বিনের মাঝামাঝিতে চলা এমন বৃষ্টির প্রবণতা সপ্তাহ জুড়েই থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির কারণে দেশের দুই বিভাগের নদীর পানি বাড়ার তথ্যও দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোটামুটি এ সপ্তাহ জুড়েই বৃষ্টি থাকবে। কোথাও গ্যাপ দিবে, কোথাও কন্টিনিউ হবে। কম বেশি সারা দেশেই থাকবে। যেমন ধরেন, ৪ তারিখ পর্যন্ত বেশি থাকবে, ৫/৬ তারিখ কমবে। আবার ৭ তারিখে বেশি বৃষ্টি হবে।”
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে সেটি হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে ধরা হয় অতিভারি বৃষ্টিপাত।