তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা বৈঠকে থাকলেও জুবায়ের আহমদের অনুসারীরা আসেননি।
Published : 04 Nov 2024, 02:18 PM
টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের সবচেয়ে বড় বার্ষিক সম্মিলন বিশ্ব ইজতেমা এবারও হবে দুই পর্বে।
প্রথম পর্বের ইজতেমা হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি; দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।
সোমবার এক বৈঠকে ইজতেমার এই সূচি নির্ধারণ করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছাড়াও তাবলিগ জামাতের দিল্লি মারকাজের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দুই পক্ষের মধ্যে শুধুমাত্র একপক্ষ আজকের বৈঠক উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে ও সুযোগমত অন্যদের সাথে বসে আলোচনা করা হবে।“
আগে এক মঞ্চ থেকে একবারই বিশ্ব ইজতেমার আয়োজন হত। কিন্তু দিল্লির মাওলানা সাদ কান্ধলভি এবং বাংলাদেশের কাকরাইল মারকাজের মাওলানা জুবায়ের আহমদের অনুসারীরা নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়েন ২০১৯ সালে।
এক পর্যায়ে দুই পক্ষ বিশ্ব ইজতেমা দুইবারে করার সিদ্ধান্ত নেন। মাঝে কোভিড মহামারীর কারণে ইজতেমা দুই বছর বন্ধও রাখা হয়। পরে ২০২২ সাল থেকে ফের ইজতেমা হচ্ছে দুই পর্বের আয়োজনে।
মন্ত্রালয়ের বৈঠকে জোবায়েরপন্থিদের অনুপস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "অনেক হুজুর আসতে পারেননি তারা বিদেশে আছেন। যেহেতু তারা বিদেশে আছেন তাদের সাথে আবার বসব।"
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তাবলিগ জামাতের কোন পক্ষের অনুসারীরা প্রথম পর্ব করবে এবং কোন পক্ষ দ্বিতীয় পর্বে থাকবেন সে ব্যাপারেও পরে জানানো হবে।
দিল্লি মারকাজের অনুসারী মুফতি মু'আয বিন নুর বলেন, “জোবায়েরপন্থিদেরও বৈঠকে ডাকা হয়েছিল কিন্তু তারা বর্তমান সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসেননি। প্রথম পর্ব থেকে আমরা সব সময় বঞ্চিত হয়ে আসছি। এবার প্রথম পর্ব আদায় করে নেওয়া হবে।”