ওই ভবনে যারা আটকে পড়েছিলেন, তাদের নিরাপদে নামিয়ে এনেছে ফায়ার সার্ভিস।
Published : 27 Mar 2023, 08:41 PM
ঢাকার এলিফ্যান্ট রোডে একটি নয়তলা ভবনের কম্পিউটার মার্কেটে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাটা সিগন্যালের কাছে শেলটেক সিয়েরা কম্পিউটার সিটির পঞ্চম তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট রাত ৯টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন বাহিনীর কর্মকর্তা (মিডিয়া) আনোয়ারুল হক।
তিনি বলেন, ওই ভবনে আটকে পড়া ছয় বাসিন্দাকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
অগ্নিকাণ্ডে ভবনে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কীভাবে ওই ভবনে আগুন লাগল, সে বিষয়ে কোনো ধারণা তাৎক্ষণিকভাবে দিতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ার।