ঢাকার ফাঁকা সড়কে বাস উল্টে আহত ১০

চালকের বেপরোয়া চালনাই এই দুর্ঘটনার কারণ বলে যাত্রীদের অভিযোগ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2023, 12:02 PM
Updated : 19 April 2023, 12:02 PM

ঈদের ছুটির শুরুতে ঢাকার সড়কগুলো যখন ফাঁকা হয়ে উঠেছে, সেই সড়কে বাসের বেপরোয়া চলাচলের নজির মিলল এক দুর্ঘটনার মধ্য দিয়ে।

বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের পূর্বপাশে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের সেই বাস উল্টে ১০ যাত্রী আহত হন বলে পুলিশ জানিয়েছে।

সকাল ১০টার দিকে খেজুর বাগানের পাশের সড়ক হয়ে উড়োজাহাজ ক্রসিং এলাকায় পৌঁছার আগেই বাসটি উল্টে যায়।

শেরেবাংলা নগর থানার এএসআই নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা ফাঁকা ছিল। চালক দ্রুত গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্ঘটনা ঘটেছে বলে যাত্রীরা তাকে জানিয়েছে। দুর্ঘটনাকবিলত বাসটির প্রায় সব কাচ ভেঙে গেছে।

এ বাসের চালক বা তার সহকারীকে পাওয়া যায়নি উল্লেখ করে নজরুল বলেন, বাসটির ১০/১২ জন যাত্রীর প্রায় সবাই কমবেশি আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

“আমি সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে আহত দুজনকে ভর্তি অবস্থায় পাই। তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।”

এএসআই নজরুল জানান, বাসটিকে রেকার দিয়ে তুলে থানায় নেওয়া হয়েছে। গাড়ির মালিক ও চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।