Published : 24 Jul 2023, 05:52 PM
মেডিকেলে পড়ালেখা শেষ করে অনেকেই বিসিএস পরীক্ষা দিয়ে অন্য ক্যাডারে চাকরি নেওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিকল্পনা কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার ঢাকা মেডিকেল কলেজে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতমূলক ক্লাস ও শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অনেকে এমবিবিএস পাস করে প্রশাসন, পররাষ্ট্রসহ বিভিন্ন ক্যাডারে চলে যাচ্ছে।
“তারা ৫-৬ বছর এখানে পড়াশোনা করল, অভিভাবকদের টাকা-পয়সা খরচ করল, সরকারের টাকা-পয়সা খরচ হল, এটা কিন্তু বৃথা গেল; জনগণ সেবা পেল না।
মন্ত্রী বলেন, “আমি আশা করব যারা এখানে আছে তারা যে শিক্ষাটা নিচ্ছ সেই শিক্ষাটা দেশের মানুষের জন্য কাজে লাগাও। মনে রাখতে হবে এ দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু পড়ালেখা হচ্ছে। যারা সরকারি মেডিকেল কলেজে পড়ে তাদের একেকজনের পেছনে কোটি টাকা ব্যয় হয়, এটা ভুলে গেলে চলবে না। কাজেই জনগণের একটা দাবি রয়েছে, তারা যেন চিকিৎসা পায় ভালো ডাক্তারের কাছে।”
জাহিদ মালেক বলেন, বাংলাদেশে চিকিৎসার সব ধরনের সুযোগ সুবিধা থাকলেও আস্থাহীনতার কারণে মানুষ বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছে।
“আমরা এমন ভালো ডাক্তার হই যেন আমাদের দেশের মানুষ বিদেশে চিকিৎসা নিতে না যায়। অনেকাংশে আস্থার অভাবে মানুষ বিদেশে চিকিৎসা নিতে যায়। দেশে অনেক ভালো ডাক্তার, হাসপাতাল, যন্ত্রপাতি আছে। কিন্তু আমরা আস্থা অর্জন করতে পারিনি অনেক ক্ষেত্রে।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনসহ চিকিৎসকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।