সরকারি কর্মকর্তাদের জন্য ইরাকে ভিসামুক্ত যাতায়াতে চুক্তি হচ্ছে

বাংলাদেশের সঙ্গে ২৮টি দেশের এ রকম চুক্তি আছে, সাধারণ নাগরিকেরা এই সুবিধার বাইরে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2023, 03:56 PM
Updated : 10 April 2023, 03:56 PM

বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা ইরাকে ভিসা ছাড়াই যাতে যাতায়াত করতে পারেন, সে বিষয়ে বাগদাদের সঙ্গে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করতে যাচ্ছে ঢাকা।

সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই এমওইউর খসড়া অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, “এই চুক্তি হলে কূটনৈতিক, অফিসিয়াল এবং সার্ভিস পাসপোর্টধারীদের ইরাক যেতে ভিসা লাগবে না। বাংলাদেশ ও ইরাক সরকারের মধ্যে এ ধরনের ভিসা সংক্রান্ত একটি সমঝোতা স্মারকের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।”

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ২৮টি দেশের এ রকম চুক্তি আছে। ইরাকের সঙ্গে চুক্তি হলে মোট ২৯টি দেশে এ সুবিধা পাবেন বাংলাদেশের কর্মকর্তারা।

কূটনৈতিক, অফিসিয়াল এবং সার্ভিস পাসপোর্টধারীদের এ সুবিধা দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।