তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে কী ঘটেছিল, জানান ভাটারা থানার ওসি।
Published : 20 Feb 2023, 01:05 AM
ঢাকার ভাটারায় এক তরুণ দম্পতিকে গলাকাটা অবস্থায় উদ্ধারের পর স্ত্রীর মৃত্যু হয়েছে; স্বামী গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার রাত ১০টার কিছু পরে ভাটারার সোলমাইথ পূর্বপাড়া ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় বলে জানায় পুলিশ।
পরে বন্যা আক্তারকে (১৮) চিকিৎসক মৃত বলে জানান। তার স্বামী মো. সুজনকে (২৫) গলাকাটা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বজনের বরাতে ভাটারা থানার ওসি এবিএম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে দুইজনের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি বন্যা তার মামাকে জানিয়ে তাকে নিয়ে যেতে বলে। পরে তার মামা বাসায় এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ।
ডাকাডাকি করে না পেয়ে আশেপাশের লোকজনের সহায়তায় দরজা ভেঙ্গে দুজনকেই গলা কাটা অবস্থায় উদ্ধার কর হাসপাতালে নিয়ে যায়।
সুজন পেশায় রাজমিস্ত্রী জানিয়ে ওসি বলেন, মাস খানেক আগে তাদের বিয়ে হয়। সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়।
তাদের দু’জনের মধ্যে কে কার গলা কেটেছে না কি স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছে সুজন, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।
“সুজন সুস্থ হলে পুরো বিষয়টি জানা যাবে।”
বন্যা আক্তারের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা নেওয়া হয়েছে।