আন্দোলনের সময় তারাই একেঁছিলেন এসব স্লোগান, এখন মুছে দিচ্ছেন।
Published : 07 Aug 2024, 10:19 PM
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ‘রাজসিক বিহার’ ভাস্কর্যের ওপরে লেখা নিজেদের স্লোগান নিজেরাই মুছে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা।
তারা বলছেন, আন্দোলনের সময় তারাই একেঁছিলেন এসব স্লোগান, এখন মুছে দিচ্ছেন।
বেইলি রোডের দেয়াল লিখন মুছে সেখানে তারা আঁকবেন গ্রাফিতি। অনেক এলাকায় শিক্ষার্থীদের মাস্ক-গ্লাভস পরে ঝাড়ু দিয়ে রাস্তা ও অন্যান্য স্থাপনা পরিষ্কার করতে দেখা গেছে।
বুধবার ঢাকার বিভিন্ন এলাকায় দেখা গেছে শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ড।
ঢাকার পরিবাগে কাজী নজরুল ইসলাম এভিনিউ ও মিন্টু রোডের সংযোগস্থলের সড়কদ্বীপে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ভাস্কর্যের ওপর বিভিন্ন রংয়ের লেখা মুছছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশলের শিক্ষার্থী মেহেরনাজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অস্বীকার করব না, আন্দোলন চলার সময় এসব লেখা আমরাই লিখেছিলাম। এখন নিজ দায়িত্বে এসব লেখা মুছে ভাস্কর্য পরিষ্কারের কাজ করছি।
“আমাদের বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী গোলাম মোস্তফা মাহিনের নেতৃত্বে আমরা ভাস্কর্যকে আগের অবস্থায় নিয়ে আসার কাজ শুরু করেছি। পরে আমাদের সঙ্গে আরো অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেন। সাধারণ মানুষও আমাদের এসব কাজকে উৎসাহিত করছেন।”
একই ধরনের চিত্র দেখা যায় বেইলি রোডেও। সেখানে দেয়াল লিখন মুছে গ্রাফিতি আকার পরিকল্পনা করছেন শিক্ষার্থীরা।
একজন শিক্ষার্থী বলেন, “দেয়াল লিখন মুছে আমরা পুরো দেয়াল জুড়ে এই আন্দোলনে আমাদের গৌরবের বিভিন্ন বিষয় নিয়ে দেয়ালচিত্র আঁকব। এই কাজেও অংশ নিচ্ছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রবল গণআন্দোলনের মুখে সোমবার শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এ অবস্থায় আতঙ্কের মধ্যে মঙ্গলবার পুরো ঢাকা পুলিশশূন্য হয়ে পড়ে। শিক্ষার্থীদের তখন সড়কে নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
বুধবারও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সক্রিয়া ভূমিকা দেখা গেছে। মোহাম্মদপুরের সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করা মোহম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী ইশরাক বলেন, “সব এলাকাতেই আমাদের শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছি। সবাই আমাদরে খুব সহযোগিতা করছে।”